কুষ্টিয়ায় বণ্যাঢ্য র্যালী আলোচনায় প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ অনুষ্ঠানের লিডিং কোম্পানী স্বনামধন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সহযোগীতায় জেলা প্রশাসন দিবস
পালনের আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আসলাম হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান’র
সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফারুকুজ্জামান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চীফ জোনাল ম্যানেজার কুষ্টিয়া জোন
মিজানুর রহমান প্রমুখ। আলোচনা শেষে লিডিং কোম্পানী ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
কোম্পানী মেয়াদ উত্তর, মৃত্যুদাবীসহ বিভিন্ন সারভাইবেল বেনিফিট এর প্রায় ২০ লক্ষ টাকার চেক প্রদান করেন। এছাড়াও অন্য কোম্পানীরাও এই চেক প্রদান করেন। কুষ্টিয়ায় জাতীয় বীমা দিবস
পালনের এই অনুষ্ঠানে জেলার লাইফ, নন লাইফ মিলে ৪৩ কোম্পানী অংশ নেয়। লিডিং কোম্পানি হিসেবে স্বনামধন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সবাইকে একত্রিত করার কাজ করেছে।
#বীমাদিবস #জাতীয়বীমা #বীমা
Email : glive.social@gurukul.edu.bd
Facebook :
Website :
0 Comments